সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করা হলে সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম।
শুক্রবার বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ পরবর্তী এক সমাবেশে দলের নেতারা এ ঘোষণা দেন।
হেফাজতে ইসলামের নেতারা বলেন, রাষ্ট্রধর্ম বাতিল করা হলে সেই দিন থেকেই সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। দেশে রাষ্ট্রভাষা থাকলে রাষ্ট্রধর্মও থাকতে পারে।
সমাবেশে নেতারা প্রশ্ন তুলে বলেন, নেপালের রাষ্ট্রধর্ম হিন্দু হতে পারলে, মার্কিন প্রেসিডেন্ট বাইবেলে হাত রেখে শপথ নিতে পারলে ৯০ শতাংশ মুসলমানের দেশে রাষ্ট্রধর্ম ইসলাম থাকতে সমস্যা কোথায়।
হেফাজতে ইসলাম ঢাকা মহানগর আহ্বায়ক আল্লামা নূর হোসাইন কাসেমীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের সদস্য সচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম-আহ্বায়ক মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা আব্দুর রকিব ও মাওলানা মুজিবুর রহমান হামেদি প্রমুখ।
বিডি-প্রতিদিন/২৫ মার্চ, ২০১৬/মাহবুব