২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসের প্রাক্কালে বাংলাদেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তিনি বলেছেন দুই দেশের পারস্পরিক সম্পর্ক আগামী দিনেও বজায় থাকবে এবং নতুন উচ্চতায় বিরাজ করবে।
শুক্রবার বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় ভারতীয় রাষ্ট্রপতি জানান ‘গত কয়েক বছরে ভারত এবং বাংলাদেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। আমি নিশ্চিত দুই দেশের এই সম্পর্ক আগামী দিনে আরও বৃদ্ধি পাবে এবং আমাদের পারস্পরিক বোঝাপড়া এক নতুন উচ্চতায় অবস্থান করবে’।
প্রণব মুখোপাধ্যায় আরও জানান ‘বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষ্যে আপনি (আবদুল হামিদ) এবং সমগ্র বাংলাদেশ বাসীকে ভারত সরকার, এদেশের মানুষ এবং আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানোটা আমার কাছে খুবই আনন্দের বিষয়’।
বিডি-প্রতিদিন/ ২৫ মার্চ ১৬/ সালাহ উদ্দীন