আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর সরকারের দুই মন্ত্রীর স্বপদে বহাল থাকার ব্যাপারে মন্ত্রিসভা সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
রবিবার সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে দুই মন্ত্রীকে জরিমানার আদেশ দেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এই বিষয়ে এই মুহূর্তে বলা সম্ভব নয়। সংবিধানেও এই বিষয়ে বিস্তারিত বলা নেই। তবে দোষী সাব্যস্ত হওয়ার পর সরকারের দুই মন্ত্রীর স্বপদে বহাল থাকার বিষয়টি নৈতিকতার সঙ্গে জড়িত।
এ বিষয়ে খাদ্যমন্ত্রী কামরুলের আইনজীবী অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার বলেন, ‘আমরা এ বিষয়ে এখন কোনো কমেন্টস (মন্তব্য) করব না, পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর আপনাদের জানাব।’
এর আগে, রবিবার সকালে আদালত অবমাননার দায়ে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে ৫০ হাজার করে জরিমানা, অনাদয়ে ৭ দিনের কারাদণ্ডের আদেশ দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ।
বিডি-প্রতিদিন/২৭ মার্চ, ২০১৬/মাহবুব