অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান নিজামউদ্দিন আহমেদ। রবিবার নৌবাহিনীর একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। খবর বাংলানিউজের।
পদোন্নতি পাওয়ার পর দুপুরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে র্যাংক ব্যাজ পরানো হয়।
নিজামউদ্দিন আহমেদ ২০১৯ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত তিন বছর মেয়াদে নৌবাহিনী প্রধান পদে দায়িত্ব পালন করবেন। তিনি সর্বশেষ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন।
এর আগে গত ২১ জানুয়ারি নিজামউদ্দিন আহমেদ নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পান। এরপর ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তার উপস্থিতিতে নৌবাহিনী প্রধানকে র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। এবার ভাইস অ্যাডমিরাল থেকে অ্যাডমিরাল পদ পেলেন তিনি।
বিডি-প্রতিদিন/ ২৭ মার্চ, ২০১৬/ রশিদা