কাচাঁপাট রফতানির উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। আজ সোমবার কাচাঁপাট রফতানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করে।
এতে বলা হয়, পাট অধ্যাদেশ ১৯৬২ এর ৪ ও ১৩ ধারা মোতাবেক কাচাঁপাট রফতানির উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
এর আগে গত বছর পহেলা নভেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে ওই বছর ৩ নভেম্বর থেকে এক মাস পর্যন্ত সকল প্রকার কাচাঁপাট রফতানি বন্ধ রাখা হয়। ওই বছরই ২ ডিসেম্বর আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার কাচাঁপাট রফতানি বন্ধ রাখা হয়।
বিডি-প্রতিদিন/ ২৮ মার্চ ১৬/ সালাহ উদ্দীন