'দেখবো বাংলাদেশ, গড়বো বাংলাদেশ'- এ স্লোগান নিয়ে পায়ে হেটে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছলেন ই কমার্স ও বিজনেস কনসালটেন্ট অনলাইন লেখক ও সমাজ কর্মী জাহাঙ্গীর আলম শোভন।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের সহযোগিতায় দেশের ১৭টি জেলা পায়ে হেটে পাড়ি দিয়েছেন শোভন। গত ১২ ফ্রেব্রুয়ারি তেতুলিয়ার বাংলাবান্ধা জিরোপয়েন্ট থেকে যাত্রা শুরু করে আজ ২৮ মার্চ দুপুরে বাংলাদেশের শেষ সীমান্ত টেকনাফ পৌঁছান তিনি। এদিন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিউল আলমের সাথে সৌজন্য সাক্ষাত করে সেখানে পর্যটনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তিনি।
পায়ে হেটে দেশ ভ্রমনের সময় গুরুত্বপূর্ণ ভ্রমন স্থানগুলোর তথ্য ও ছবি সংগ্রহ করেন শোভন। চলার পথে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যান, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং দেশের হয়ে কাজ করার জন্য তাদের অনুপ্রাণিত করেন। শোভনের মূল বক্তব্য হলো, 'এই দেশটা আমাদের, আমরাই এই দেশকে গড়বো। আমরা যার যার অবস্থান থেকে দেশের জন্য কিছু করবো।'
এছাড়া তিনি শিশু নির্যাতন বন্ধ, লোকসাহিত্য সংরক্ষণ, পরিবেশ সংরক্ষণ, গাছ লাগানো, বাল্যবিবাহ রোধ ও মাদকবিরোধী জনমত গঠনে কাজ করছেন। শোভনের পৈত্রিক নিবাস নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জে এবং বর্তমান নিবাস ফেণী জেলার দাগনভূঞা এলাকায়। তিনি পেশাগত কারণে ঢাকায় থাকেন। স্ত্রী ও এক পুত্র সন্তান নিয়ে তার সংসার। তার সাথে টেকনিক্যাল পার্টনার হিসাবে রয়েছে দিনরাত্রি ডটকম, ফোকাস ফ্রেম, ওয়ালেটমিক্স, কিনলেডটকম ও ট্যুরবিডি ডটকম।
ট্যুরবিডি ডটকমের লায়ন মোহাম্মদ ইমরান বলেন, ''আমাদের প্রতিষ্ঠানটি গতানুগতিক কোনো ট্যুর অপারেটর নয়, তাই দেশদেখা ইভেন্টে আমরা পৃষ্ঠপোষকতা দিয়েছি। আমরা চাই মিস্টার শোভনের দেখা ও লেখায় বাংলাদেশের পর্যটন নতুন করে জেগে উঠুক।
বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সিনিয়র কর্মকর্তা পারভেজ এ চৌধুরী জানান, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন সবসময় দেশকে এবং দেশের পর্যটন শিল্পকে বিকশিত করতে চায়, তাই শোভনের এই ব্যতিক্রমী উদ্যোগে আমরা পাশে এসে দাঁড়িয়েছি।
বাংলাদেশ ই কমার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট রাজিব আহমেদ জানান, ই কমার্স এবং পর্যটন দু'টোই বাংলাদেশে সম্ভাবনাময় খাত; এমনকি ই কমার্স এর মাধ্যমে পর্যটনে নতুন গতি এসেছে। শোভন ভাইয়ের এই কাজ তাকে আরো জনপ্রিয় করে তুলবে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিউল আলম বলেন, শোভন অদম্য সাহসী এক তরুন। তার এই কাজ বাংলাদেশের পর্যটনে এক নতুন মাত্রা যোগ করবে। আজকাল মানুষ নতুনত্ব এবং ভিন্নতা পছন্দ করে, সেদিক থেকে শোভনের এই ভ্রমন বাংলাদেশকে নতুন করে তুলে ধরবে।
বিডি-প্রতিদিন/২৮ মার্চ ২০১৬/ এস আহমেদ