অবশেষে সব ধরনের জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে বিদ্যুৎকেন্দ্র ও শিল্প-কারখানায় ব্যবহৃত ফার্নেস তেলের দাম কমানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আগামী মাসেই অন্যান্য জ্বালানি তেলের দামের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আজ সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক নিয়মিত বৈঠকে বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ফার্নেস তেলের দাম ১৫/১৬ টাকা কমতে পারে। বিষয়টি চূড়ান্ত পর্যায়ে। কয়েক দিনের মধ্যে পরিপত্র জারি করা হবে। অন্যান্য জ্বালানি তেলের মূল্য পুনর্নির্ধারণের ব্যাপারে কাজ চলছে। মাসখানেকের মধ্যে বিষয়টি চূড়ান্ত হতে পারে।
গত কয়েক বছরে আন্তর্জাতিক বাজারের কথা বলে দেশের বাজারে জ্বালানি তেলের দাম দফায় দফায় বাড়ানো হয়েছে। তবে গত বছর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ধারাবাহিকভাবে নিম্নমুখী থাকলেও দেশের বাজারে তা পুনর্নির্ধারণ করা হয়নি একবারও।
বিডি-প্রতিদিন/২৮ মার্চ ২০১৬/ এস আহমেদ