অাসামে বাংলাদেশি অনুপ্রবেশ ঠেকাতে কোন পদক্ষেপই নিচ্ছে না উল্টে ভোট ব্যাঙ্কের স্বার্থেই কংগ্রেস সরকার অনুপ্রবেশে মদদ দিচ্ছে বলে অভিযোগ করলেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
সোমবার অাসামের ঢাকুয়াকোনাতে নির্বাচনী প্রচারনায় গিয়ে অমিত শাহ বলেন ‘সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী নির্বাচনী প্রচারণায় অাসামে আসছেন...আমি কংগ্রেস সভাপতিকে চ্যালেঞ্জ জানাচ্ছি উনি বলুক বাংলাদেশি অনুপ্রবেশকে ঠেকাবো...কিন্তু উনি সেটা বলবেন না। কারণ কংগ্রেস বাংলাদেশি অনুপ্রবেশকে ভোট ব্যাঙ্কের স্বার্থে ব্যবহার করছে।’
অমিত শাহ বলেন ‘বিজেপি যদি একবার অসমে ক্ষমতায় আসে তবে অনুপ্রবেশ সমস্যা চিরতরে মিটে যাবে। অনুপ্রবেশ ঠেকাতে ভারত-বাংলাদেশ সীমান্ত সিল করে দেওয়া হবে। বাংলাদেশি অনুপ্রবেশ সমস্যা শুধুমাত্র অাসামে নয় গোটা ভারতেই এই সমস্যা ছড়িয়ে পড়েছে’।
বিডি-প্রতিদিন/ ২৮ মার্চ ১৬/ সালাহ উদ্দীন