২২ মার্চ ভোটে অনিয়ম ঠেকাতে ব্যর্থতার জন্য সাতক্ষীরার পুলিশ সুপার ও পাঁচ জন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ৩০ মার্চ সকালে নির্বাচন কমিশনে তলব করা হয়েছে।
ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব সামসুল আলম বলেন, 'বুধবার সকাল ১১ টায় সাতক্ষীরা জেলার এসপি চৌধুরী মঞ্জুরুল কবির ও সংশ্লিষ্ট পাঁচটি থানার ওসিকে কমিশনে উপস্থিত হতে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। তারা স্বশরীরে ইসির কাছে ব্যাখ্যা তুলে ধরবেন।'
সাতক্ষীরার তালা, সদর উপজেলা, শ্যামনগর, কলারোয়া ও দেবহাটা উপজেলায় অনিয়মের ঘটনা ঘটে।
নবম ইউপি ভোটের প্রথম ধাপে ২২ মার্চ সারাদেশে ৭১২টি ইউনিয়নে ভোট হয়। দখল, বর্জন ও প্রকাশ্যে ব্যালটে সিল পেটানোর মাধ্যমে শেষ হয় দলীয় প্রতীকে প্রথম ধাপের এই অনুষ্ঠান। সংঘর্ষ ও অনিয়মের কারণে ৬৫ কেন্দ্রে ভোট স্থগিত করে ইসি।
বিডি-প্রতিদিন/ ২৮ মার্চ ১৬/ সালাহ উদ্দীন