কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে আগামী ৩ এপ্রিল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা। এ ছাড়া ওই দিন বিকেল ৪টায় টিএসসিতে ছাত্র সমাবেশ করা হবে।
মঙ্গলবার বিকাল সাড়ে বেলা ৩টার দিকে শাহবাগের অবরোধ তুলে নেওয়ার সময় আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এ কর্মসূচি ঘোষণা করেন।
এর আগে শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন। তখন ওই এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা সাড়ে তিনটার দিকে অবরোধ প্রত্যাহার করে নতুন কর্মসূচি ঘোষণা করেন তাঁরা।
শিক্ষার্থীরা বলেন, সারাদেশে তনু হত্যার বিচারের দাবিতে আন্দোলন চলছে। হত্যাকাণ্ডের আটদিন পরও সরকার তনু হত্যার কোনো অগ্রগতি দেখাতে পারেনি।
সাধারণ শিক্ষার্থীদের এ অবরোধে অংশ নেয় ঢাকা কলেজ, ইব্রাহিম মেডিকেল কলেজ, সামাজিক সংগঠন জাগরণের আহ্বান, নটরডেম কলেজ, ঢাকাস্থ বৃহত্তর মুরাদনগর ছাত্রকল্যাণ পরিষদ, ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ।
প্রসঙ্গত, গত ২০ মার্চ রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা সেনানিবাস এলাকায় অর্নাসের দ্বিতীয় বর্ষের ছাত্রী তনুর লাশ পাওয়া যায়। পুলিশের ধারণা, হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৯ মার্চ, ২০১৬/মাহবুব