মার্কিন পররাষ্ট্র দফতরের ‘আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার’ (ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ অ্যাওয়ার্ড) গ্রহণ করেছেন বাংলাদেশের মানবাধিকারকর্মী ও আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন।
বাংলাদেশের স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতর আয়োজিত বিশেষ অনুষ্ঠানে সারা হোসেনের হাতে এ পুরস্কার তুলে দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এবছর সারা হোসেনসহ বিভিন্ন দেশের ১৪ জন নারীকে এ সম্মানে ভূষিত করা হয়েছে।
অনুষ্ঠানে সারা হোসেনের পরিচিতি তুলে ধরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, একজন দক্ষ আইনজীবী হিসেবে সারা হোসেন বাংলাদেশের সবচেয়ে প্রান্তিক মানুষের, বিশেষত নারীদের পক্ষে দেশের সর্বোচ্চ আদালতে লড়াই করেছেন। নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে ২০১০ সালে বাংলাদেশে যে আইন গৃহীত হয়েছে, সেটির খসড়া প্রণয়নে বিশেষ ভূমিকা রাখেন সারা হোসেন।
তিনি আরও বলেন, নারীবিরোধী বিভিন্ন ঘটনার বিরুদ্ধে আইনি লড়াই করে জয়ী হয়েছেন সারা হোসেন। এ দায়িত্ব পালন করতে গিয়ে তাকে প্রতিরোধের সম্মুখীন হতে হয়েছে। জ্ঞান ও প্রবল সাহসের জন্য বিশ্বের মানবাধিকার কর্মীদের শ্রদ্ধা অর্জন করেছেন সারা হোসেন।
বিডি-প্রতিদিন/৩০ মার্চ, ২০১৬/মাহবুব