নমিনি নয়, মৃত ব্যক্তির জমা করা টাকা উত্তরাধিকারী পাবেন বলে জানিয়েছেন হাইকোর্ট। আজ রবিবার বিচারপতি নাঈমা হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্ট এ আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এম আই ফারুকী।
বিডি-প্রতিদিন/ ০৩ এপ্রিল, ২০১৬/ রশিদা