আফগানিস্তানে দুর্বৃত্তদের হাতে অপহরণের শিকার ব্র্যাকের দুই কর্মকর্তা পাবনা সদর উপজেলার সিরাজুল ইসলাম সুমন (৩৮) ও ফরিদপুর উপজেলার ইঞ্জিনিয়ার শওকত আলীকে (৫০) উদ্ধার করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন সুমন।
সুমন পাবনা সদর উপজেলার দুবলিয়া পুরাতন পাড়া গ্রামের এজেম উদ্দিন খানের ছেলে ও শওকত আলী ফরিদপুর উপজেলার হাঙরাগাড়ি গ্রামের মৃত মোস্তাক হোসেনের ছেলে। শওকত আলী তার পরিবার নিয়ে ঢাকার উত্তরায় বসবাস করেন।
সুমনের বাবা এজেম উদ্দিন খান জানান, ছেলে উদ্ধার হওয়ায় তারা খুব খুশি। এজন্য তারা প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান।
গত ১৭ মার্চ আফগানিস্তানের কুন্দুজ এ ব্র্যাকের একটি নির্মাণাধীন স্কুল থেকে গাড়িতে করে বাগলান এলাকায় অফিসে ফেরার পথে অস্ত্রের মুখে আফগানিস্তান ব্র্যাকের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম সুমন ও প্রধান প্রকৌশলী শওকত আলীকে অপহরণ করে দুর্বৃত্তরা।
বিডি-প্রতিদিন/ ০৪ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন