গাজীপুরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত ‘জঙ্গি’ সাইফুর রহমান ওরফে বাবলুর বাবা মতিউর রহমনাকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকেল ৪টার দিকে ছাতক থানা পুলিশ সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মনিরজ্ঞাতি গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে।
সুনামগঞ্জের পুলিশ সুপার হারুণ অর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ছেলে নিখোঁজ হলেও কেন তিনি নিখোঁজের বিষয়টি পুলিশকে জানান নি এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মতিউর রহমানকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ১২ অক্টোবর ২০১৬/ সালাহ উদ্দীন