ব্রিকস-বিমসটেক আউটরিচ শীর্ষক সম্মেলনে যোগদান করতে আগামী ১৬ অক্টোবর রবিবার ভারতের দক্ষিণ-পশ্চিম রাজ্য গোয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন সকাল ৮টায় ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সকাল ১০টা ৪৫ মিনিটে (ভারতীয় সময়) গোয়ায় পৌঁছাবেন।
একটি সূত্র নিশ্চিত করেছে, রবিবার বিকেলে বিমসটেক লিডারস রিটিরট এবং ব্রিকস-বিমসটেক লিডারস আউটরিচ শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রেয়ুট চ্যান-ও-চা, নেপালী প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। এরপর আগামী ১৭ অক্টোবর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিডি প্রতিদিন/১৪ অক্টোবর ২০১৬/হিমেল