একাদশ জাতীয় সংসদ নির্বাচিত জনপ্রতিনিধিরা আজ বৃহস্পতিবার শপথ গ্রহণ করেছেন। তবে জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত সাত সাংসদ তাতে অংশ নেননি। ঐক্যফ্রন্টের নির্বাচিত সাত নেতার শপথ নেয়ার প্রশ্নে সাংবাদিকদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শপথ নেয়ার প্রশ্ন আসে কোত্থেকে?
আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। স্মারকলিপিতে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বাতিল, অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নতুন করে নির্বাচনের দাবি জানান। সেখানে ফখরুল এ পাল্টা প্রশ্ন করেন।
স্মারকলিপি প্রদান শেষে ফখরুল আরও বলেন, দলীয় সরকারের অধীনে কখনই সুষ্ঠু নির্বাচন হবে না। ২০১৪ সালে বিএনপির নির্বাচন বর্জনের সিদ্ধান্তই সঠিক ছিল।
বিডি প্রতিদিন/ফারজানা