দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া সত্যিকার অর্থে গুরুতর অসুস্থ বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভার বিষয়বস্তু ছিল ‘অবিলম্বে দেশনেত্রী খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মুক্তি দিতে হবে ও জাতীয় নির্বাচন ঘোষণা কর’।
মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে হাসপাতালে স্থানান্তর করা দরকার বলে তার জন্য গঠিত মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে খবর নিয়েছি, তার (বেগম জিয়া) জন্য যে মেডিকেল বোর্ড করা হয়েছে। তারা সিদ্ধান্ত নিয়েছে অবিলম্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে স্থানান্তর করা দরকার। আর তার চিকিৎসাটা অত্যন্ত বেশি প্রয়োজন হয়ে গেছে। সত্যিকার অর্থে তিনি অত্যন্ত গুরুতর অসুস্থ। এমনকি তাকে তার পরিবারের সাথে নিয়মিত দেখা করতে দেয়া হচ্ছে না এবং আমাদেরকেও দেখা করতে দেয়া হচ্ছে না।
ড. কামাল হোসেনের সভাপতিত্বে সভায় জেএসডির সভাপতি আ স ম আবদুল রব, নাগরিক ঐক্যে আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/৩১ মার্চ, ২০১৯/মাহবুব