আগুন জ্বলছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আগুন জ্বলবে বলে প্রধানমন্ত্রীর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরী। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, পুনরায় সুষ্ঠু নির্বাচন ছাড়া এখানে (দেশে) শান্তি আসবে না। আগুন জ্বলছে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে জ্বলবে। ধর-পাকড় করে কখনও দেশ শাসন হয় না। অনুগ্রহ করে আপনি রাজনীতিবিদদের দিয়ে দেশ চালানোর চেষ্টা করুন। গুপ্ত বাহিনী ও গোয়েন্দা বাহিনীদের পরিচালিত সরকার কখনও দেশের মঙ্গল আনে না। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আপনার মঙ্গল হোক।
রবিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভার বিষয়বস্তু ছিল ‘অবিলম্বে দেশনেত্রী খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মুক্তি দিতে হবে ও জাতীয় নির্বাচন ঘোষণা কর’।
ড. কামাল হোসেনের সভাপতিত্বে সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডির সভাপতি আ স ম আবদুল রব, নাগরিক ঐক্যে আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/৩১ মার্চ, ২০১৯/মাহবুব