বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ- বেজা’র উদ্যোগে দেশের কয়েকটি স্থানে নতুন অর্থনৈতিক অঞ্চল, অর্থনৈতিক অঞ্চলে স্থাপিত শিল্প প্রতিষ্ঠানের বাণিজ্যিক উৎপাদনের আনুষ্ঠানিক উদ্বোধন এবং নতুন শিল্প প্রতিষ্ঠানসহ মোট ৬৫টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তার স্থাপন করেন তিনি।
৬৫টি উন্নয়ন কাজের মধ্যে ১১টি ইকোনমিক জোনের আনুষ্ঠানিক উদ্বোধন, নতুন ১৩টি অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন, ১৬টি শিল্প প্রতিষ্ঠানের বাণিজ্যিক উৎপাদনের উদ্বোধন, ২০ শিল্পকারখানার ভিত্তিপ্রস্থর স্থাপন এবং ৫টি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন।
বিডি-প্রতিদিন/ ০৩ এপ্রিল, ২০১৯/মাহবুব