আগামী ২৪ এপ্রিল একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আহবান করা হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ওইদিন বিকেল ৫ টায় অধিবেশন শুরু হবে। এরআগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত হবে।
আগামী জুনে বাজেট অধিবেশন আহবান করার পরিকল্পনার অংশ হিসেবে এই অধিবেশনটি হবে নিয়ম রক্ষার। আগামী ১১ জুন বাজেট অধিবেশন আহবান করা হতে পরিকল্পনা করা হয়েছে বলে জানা গেছে। এরমধ্যে অর্থমন্ত্রী জানিয়েছেন, আগামী ১৩ জুন সংসদে বাজেট পেশ করা হবে।
সংসদের আইন-শাখার সূত্র জানায়, দ্বিতীয় অধিবেশনটি সর্বোচ্চ ৫দিন চলতে পারে চলতে পারে।
সংসদের গণসংযোগ বিভাগ জানায়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আহ্বান করেছেন। গত ৩০ জানুয়ারি শুরু হয়ে সংসদের প্রথম অধিবেশন শেষ হয় ১১ মার্চ।
বিডি প্রতিদিন/এ মজুমদার