বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অভ্যন্তরীণ রুটের সাতটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমানের জনসংযোগ শাখার জিএম শাকিল মেরাজ গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে বলেন, হঠাৎ করে একটি উড়োজাহাজ বিকল। আগামী সোমবার পর্যন্ত ঢাকা থেকে সৈয়দপুর, সিলেট, যশোর ও রাজশাহী রুটে সাতটি ফ্লাইট বাতিল করতে হয়েছে।
শাকিল মেরাজ বলেন, তবে পরিস্থিতি সামাল দিতে দুটো উড়োজাহাজ ভাড়া আনা হচ্ছে। এ দুটো উড়োজাহাজ দিয়ে সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, রাজশাহী, বরিশাল ও যশোরে ফ্লাইট পরিচালনা করা হবে।
উল্লেখ্য, বিজি-০৬০ ফ্লাইট বুধবার বেলা ৩টা ৪৫ মিনিটে হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। মিয়ানমারের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ফ্লাইটটি ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের সময় বৈরী আবহাওয়ার কারণে রানওয়ে থেকে ছিটকে পড়ে। এতে ১৯ জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় কানাডার কোম্পানি বম্বার্ডিয়ারের তৈরি ড্যাশ ৮-কিউ৪০০ উড়োজাহাজটি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন