বাংলাদেশেল ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, আগামী বাজেটে ঘুষ-দুর্নীতি-ঋণখেলাপি ও ব্যাংকিং খাতে নৈরাজ্য বন্ধে সুস্পষ্ট অঙ্গীকার থাকতে হবে। তা না হলে সরকারের সমস্ত অর্জন নষ্ট হয়ে যাবে। ঘুষ-দুর্নীতির কারণে সরকারের অর্জন “লাভের গুড় পিঁপড়ায় খায়” এই অবস্থার শিকার হবে। তাই আসন্ন বাজেটে অর্থমন্ত্রীকে এ ব্যাপারে সুস্পষ্ট পদক্ষেপ নিতে হবে। সন্ত্রাস-জঙ্গিবাদের অর্থায়ন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
রাজধানীতে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে শনিবার অনুষ্ঠিত ঢাকা মহানগর কমিটির সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর পার্টির সভাপতি আবুল হোসাইন। বক্তব্য রাখেন মহানগর সাধারণ সম্পাদক কিশোর রায়, মো. তৌহিদ, বেনজির আহমেদ, মুর্শিদা আখতার নাহার, জাহাঙ্গীর আলম ফজলু, শাহানা ফেরদৌসী লাকী, আনোয়ারুল ইসলাম টিপু, মোতাসিম বিল্লাহ সানী প্রমুখ।
এদিকে , শনিবার এক বিবৃতিতে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন পাটকল শ্রমিকদের নয় দফা মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, পাটকল শ্রমিকরা তাদের বকেয়া পাওনাসহ ৯ দফা দাবিতে খুলনার পাটকল শ্রমিকসহ চট্টগ্রাম, রাজশাহী, নরসিংদী ও ঢাকার বাওয়ানী ও করিম জুট মিলের শ্রমিকরা রাস্তায় দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। পাটকল কর্পোরেশন গত ২৫ এপ্রিলের মধ্যে শ্রমিকদের বকেয়া সপ্তাহ পরিশোধ এবং মজুরি কমিশনের সুপারিশ বাস্তবায়নের অঙ্গীকার করে। কিন্তু কোন প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় গত ১ রমজান থেকে পাটকল শ্রমিকরা কাজ বন্ধ রেখে রাস্তায় অবস্থান করছে এবং সড়কেই ইফতার করছে। কিন্তু এর প্রতিকারের কোন উদ্যোগ নেই।
বিডি-প্রতিদিন/১১ মে, ২০১৯/মাহবুব