আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি ১৭ মে (শুক্রবার) থেকে শুরু বলে জানিয়েছে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন।
অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ সোমবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা ৫ বা ৬ তারিখ ঈদের দিন ধরে অগ্রিম টিকিট দিচ্ছি ৩০ মে থেকে। যা ১৭ মে সকাল ছয়টা থেকে বিক্রি করা শুরু হবে।
রমেশ চন্দ্র ঘোষ আরও বলেন, এবার গরম ও প্রচণ্ড রোদে যাতে কাউন্টারে আসা টিকিটপ্রত্যাশীরা ভোগান্তিতে না পড়েন, সে জন্য শামিয়ানা বা বিকল্প ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়া কেউ যেন নির্ধারিত ভাড়ার বেশি নিতে না পারে সেজন্য দূরত্ব অনুযায়ী ভাড়ার চার্ট টাঙিয়ে দিতে বলা হয়েছে বাস কোম্পানিগুলোকে। কেউ যদি নির্ধারিত ভাড়ার বেশি ভাড়া নেন প্রমাণ সাপেক্ষে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/০৯ মে, ২০১৯/মাহবুব