আগামী ১১ জুন মঙ্গলবার জাতীয় সংসদে বাজেট অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ওইদিন বিকাল ৫টায় বসবে অধিবেশনটি।
সোমবার জাতীয় সংসদের জনসংযোগ অধিশাখা-১ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চলমান একাদশ সংসদের তৃতীয় অধিবেশন এটি। এর আগে দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছিল ২৪ এপ্রিল। মাত্র পাঁচ কার্যদিবস চলা এ অধিবেশন শেষ হয় ৩০ এপ্রিল। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে।
বিডি প্রতিদিন/১৩ মে ২০১৯/আরাফাত