ফেনীর নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব নিয়েছেন কাজী মনিরুজ্জামান। সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এসপি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করার পর তিনি নিয়োগ পান। গতকাল রবিবার রাতে বিদায়ী পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন নতুন এসপি কাজী মনিরুজ্জামান।
এর আগে, ওই দিনই নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এসপি জাহাঙ্গীরকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয় এবং তার জায়গায় কাজী মনিরুজ্জামানকে নিয়োগ দেয় সরকার। কাজী মনিরুজ্জামান ফেনীতে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে প্রায় দু’বছর ধরে দায়িত্ব পালন করে আসছিলেন।
গত ৬ এপ্রিল ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাতকে মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে তার শরীরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে ১০ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নুসরাত মারা যায়। ওই ঘটনায় পুলিশের গাফিলতি খতিয়ে দেখতে ১৩ এপ্রিল পুলিশ সদর দফতরের ডিআইজি এসএম রুহুল আমিনের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়। সোনাগাজী ঘুরে এসে ৩০ এপ্রিল রাতে পুলিশ সদর দফতরে প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি।
প্রতিবেদনে ফেনীর এসপি জাহাঙ্গীর আলম সরকার, সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন, এসআই ইকবাল ও এসআই ইউসুফের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ এনে শাস্তির সুপারিশ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৯ মে, ২০১৯/মাহবুব