কেন্দ্রীয় ছাত্রলীগের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটি থেকে পদত্যাগ করেছেন কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক আল মামুন। নিজের ফেসবুক টাইমলাইনে দেয়া স্ট্যাটাসে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
কমিটি ঘোষণার মাত্র ২ ঘণ্টার মধ্যেই সাবেক কমিটির উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এবং নতুন কমিটিতে উপ-কর্মসূচী ও পরিকল্পনা পদ দেয়ায় সেই পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন যোদ্ধাহত মুক্তিযোদ্ধার সন্তান আল মামুন।
ক্ষোভ প্রকাশ করে আল মামুন লিখেছেন, 'গত কমিটিতে উপ-সম্পাদক ছিলাম। কার ভেটোতে এই কমিটিতেও উপ-সম্পাদক রেখে অপমান করলেন। সবকিছু আপার কাছে পরিষ্কার করবো। আমি পদত্যাগ করলাম।'
উল্লেখ্য, ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে ছাত্র সংগঠনটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি স্বাক্ষরিত তালিকা প্রকাশ করা হয়।
ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের সঙ্গে সহ-সভাপতি পদের রয়েছেন ৬১ জন। সাধারণ সম্পাদক গোলাম রাব্বানির সঙ্গে যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ১১ জন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মোট ১১ জন।
বিডি প্রতিদিন/১৩ মে ২০১৯/আরাফাত