তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, শান্তির ধর্ম ইসলামের নামে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সন্ত্রাস ও জঙ্গিবাদের মাধ্যমে ইসলামকে কলঙ্কিত করা হচ্ছে। মুসলিম উম্মাহকে হেয় পতিপন্ন করা হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে দেশ ও জাতিকে রক্ষায় ইসলামী ফ্রন্টসহ ইসলামী দলগুলো এবং দেশের সূফি ও আলেম সমাজ অগ্রণী ভূমিকা পালন করতে পারে।
সোমবার রাজনীতিক, সূফি, আলেম ওলামাসহ পেশাজীবীদের সম্মানে কাকরাইলের রাজমনি ঈশা খা হোটেলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আয়োজিত ইফতার পার্টিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
এসময় সংগঠনটির চেয়ারম্যান আল্লামা এম এ মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন দলের মহাসচিব আল্লামা এম এ মতিন, সাপ্তাহিক সূর্যোদয়ের সম্পাদক খন্দকার মোজাম্মেল হক, জাপার প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, গণফ্রন্টের চেয়ারম্যান জাকির হোসেন, ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য এম এ ওয়াহিদ সাবুরি, সিরাজুল ইসলাম চৌধুরী হারুন, য্গ্ম-মহাসচিব সওম আব্দুস সামাদ, ড. মোহাম্মদ আব্দুল অদুদ, মাহবুব উল্লাহ, কাজী মোহাম্মদ সোলাইমান চৌধুরী, অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ মাঈনুদ্দিন, এ্যাড. ইসলাম উদ্দিন দুলাল, মোহাম্মদ আব্দুল হাকিম ও যুবসেনার সভাপতি সৈয়দ আবু আজম।
এসময় মন্ত্রী আরো বলেন, ধর্মের নামে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ আজ বিশ্বব্যাপী সমস্যা। নিউজল্যান্ডে, লন্ডনে মসজিদে হামলা করে মুসলমানদের হত্যা করা হচ্ছে। ধর্মের নামে মানুষ হত্যার সুযোগ নেই। আল্লাহর রাসূল (সা.) জোর করে মুসলমান বানাননি। ইসলামের জন্য কাউকেই জোর জবরদস্তি করেননি। কিন্ত আজকে ধর্মের নামে বিপথগামী মৌলবাদী একটি মহল যুবকদের জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছে। ইসলামের নামে মুসলমানদেরকেই হত্যা করা হচ্ছে। বিপথগামী হচ্ছে মুসলিম যুবকরা। এ অবস্থা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। দেশের আলেম ও সূফি সমাজই এ ব্যাপারে ভূমিকা রাখতে পারে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন