ঘূর্ণিঝড় ফণীর আঘাতের পর টানা কয়েকদিন গরমের পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ঝড়ো বাতাসসহ বৃষ্টি হয়েছে। সোমবার দিবাগত রাতে এই বৃষ্টির ছোঁয়ায় স্বস্তি মিলেছে নগরবাসীর।
আবহাওয়াবিদ মো. শাহিন গণমাধ্যমকে জানান, ফণীর প্রভাবে রাজধানীতে সর্বশেষ গত ৪ মে বৃষ্টি হয়েছিল। সোমবার রাতে সারাদেশেই মোটামুটি বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়ার অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, এই বৃষ্টি আরও কয়েক দিন থাকতে পারে।
এদিকে, ফণীর আঘাতের পর শুরু হওয়া তাপদাহের মধ্যে চলে আসে রমজান মাস। গরমের তীব্রতা বাড়ায় ঢাকা নগরবাসীর মধ্যে দেখা যায় চরম অস্বস্তি। গরমের কারণে সেই অস্বস্তি দেশের বিভিন্ন অঞ্চলেই দেখা যায়। পরে অপেক্ষার অবসান হয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় হলো স্বস্তির বৃষ্টি।
বিডি-প্রতিদিন/শফিক