জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের জানিয়েছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের চিকিৎসা বিষয়ক সব কাগজপত্র ইতোমধ্যে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল। সিঙ্গাপুরের চিকিৎসকরা বলেছেন স্বাস্থ্যের সার্বিক অবস্থা অনুযায়ী এই মুহূর্তে কোনভাবেই স্থানান্তর করানোর পরিস্থিতিতে নেই এরশাদ।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজে এরশাদের সুস্থতা কামনায় দোয়া শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চীফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গা এমপি, সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য অ্যাড. কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এস এম ফয়সল চিশতী, মীর আবদুস সবুী আসুদ, এ টি ইউ তাজ রহমান, আলমগীর সিকদার লোটন, মো. ইসহাক ভুইয়া, প্রমুখ।
জি এম কাদের বলেন, পার্টি চেয়ারম্যানের শরীর থেকে প্রায় ২ লিটার পানি বের করা হয়েছে আজ। রাতে ডায়ালাইসিস করে রক্তের অপ্রয়োজনীয় অংশ বের করে ফেলা হয়। গত ৮ ঘণ্টায় ৮ ব্যাগ রক্ত পুশ করা হয়েছে তার শরীরে। এছাড়া গত ১০ দিনে প্রায় ২৮ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।
এর আগে জুমার নামাজ শেষে এরশাদের সুস্থতা কামনা করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি সাবেক এই রাষ্ট্রপতির সুস্থতা কামনায় সারাদেশের প্রতিটি ওয়ার্ডে জাপা সভাপতি সাধারণ সম্পাদক এর মাধ্যমে প্রতিটি মসজিদে জুমার নামাজ শেষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/হিমেল