রাজধানীর কয়েকটি সড়কে রিকশা বন্ধ করে দেওয়ার ঘোষণায় অভিনব প্রতিবাদ জানিয়েছেন এক দৃষ্টি প্রতিবন্ধী। তালুকদার রিফাত পাশা নামের ওই তরুণ রিকশায় চড়ে ‘রিক্সা বন্ধ হলে, আমি চলবো কিসে’ লেখা প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানান।
শুক্রবার (৫ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক দিয়ে তাকে এভাবে রিকশায় চড়ে প্রতিবাদ করতে দেখা যায়।
জানা যায় রিফাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রাক্তন ছাত্র। তিনি বর্তমানে মগবাজারের বাসিন্দা এবং ধানমন্ডির শংকর এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
এ প্রসঙ্গে তিনি গণমাধ্যমকে বলেন, আমাদের দেশের প্রতিবন্ধীদের জন্য কোনো বাস এবং বাস স্টপেজ নেই। যেখানে সাধারণ মানুষই অফিস টাইমে বাসে উঠতে পারে না। সেখানে আমি কীভাবে বাসে উঠবো। আমার মতো আরও অনেক প্রতিবন্ধী ব্যক্তিদেরও ঢাকায় চলাচল করতে একই সমস্যায় পড়তে হয়। রিকশা বন্ধ হয়ে গেলে আমি কীভাবে অফিসে বা অন্য কোথাও যাতায়াত করবো। তাই আমি এর প্রতিবাদ করছি।
এর আগে, বুধবার (৩ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) যানজট নিরসনে রাজধানী ঢাকার বড় দুই রুটে রিকশাসহ অন্যান্য অবৈধ ও অননুমোদিত যানবাহন চলাচল নিষেধাজ্ঞা ঘোষণা করে।
নিষেধাজ্ঞায় বলা হয়, গাবতলী থেকে আসাদগেট হয়ে একদিকে আজিমপুর পর্যন্ত, অন্যদিকে সায়েন্সল্যাব থেকে শাহবাগ পর্যন্ত এবং কুড়িল থেকে রামপুরা ও খিলগাঁও হয়ে সায়েদাবাদ রুটে রিকশা চলাচল বন্ধ থাকবে। আগামী ৭ জুলাই থেকে এ নির্দেশনা কার্যকর করার কথা বলা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল