জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ শঙ্কামুক্ত নন। তার অঙ্গ প্রত্যঙ্গ কৃত্রিমভাবে স্বাভাবিক রাখা হয়েছে। স্বাভাবিকভাবে অঙ্গ প্রত্যঙ্গ কাজ করলে যন্ত্রপাতি খুলে দেওয়া হবে।
জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের এসব তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, যেকোনো সময় যেকোনো ঘটনা ঘটতে পারে।
গত ২২ জুন থেকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান। ৯০ বছর বয়সী এরশাদ হিমোগ্লোবিন-স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতায় ভুগছেন।
বিডি প্রতিদিন/ফারজানা