ভারতের উত্তর পূর্ব রাজ্য মেঘালয় এবং বাংলাদেশের ১৪ জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট পর্যায়ের দিনব্যাপী সম্মেলন শুরু হয়েছে। মেঘালয়ের শিলং শহরের হোটেল পাইন উড এ সকাল ১০ টা থেকে শুরু হয় বৈঠকটি।
বৈঠকে মেঘালয়ের সাথে সীমান্ত সংশ্লিষ্ট বাংলাদেশের ৭ জেলা থেকে ৫২ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া মেঘালয়ের রাজ্যের ৭ জেলা থেকে ৩১ জন এ সম্মেলনে যোগ দিয়েছেন।
দ্বি-পাক্ষিক বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন জামালপুর জেলার জেলা প্রশাসক আহমেদ কবীর এবং ভারতের পক্ষ্যে নেতৃত্ব দেন ইস্ট খাসি হিলস এর জেলা প্রশাসক এম ওয়ার নংব্রি।
বিডি প্রতিদিন/হিমেল