২২ আগস্ট, ২০১৯ ১১:৫৭

প্রত্যাবাসনে মধ্যস্থতা: চীনের দুই প্রতিনিধি কক্সবাজারে

নিজস্ব প্রতিবেদক

প্রত্যাবাসনে মধ্যস্থতা: চীনের দুই প্রতিনিধি কক্সবাজারে

রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রম পর্যবেক্ষণে চীনের দু’জন কর্মকর্তা কক্সবাজারে অবস্থান করছেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, চীনা মধ্যস্থতায় প্রত্যাবাসনে সম্মতি দিয়েছে মিয়ানমার। অবশ্য চীনের দুই প্রতিনিধির বাইরে মিয়ানমারেরও এক কর্মকর্তা উপস্থিত হয়েছেন কক্সবাজারে।

তারা সবাই উখিয়া ও টেকনাফের বিভিন্ন এলাকায় অবস্থান করবেন এবং পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করবেন বলে ধারনা করছেন সসংশ্লিষ্টরা।

শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম জানিয়েছেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসনের সার্বিক পরিস্থিতি জানার জন্য বাংলাদেশে নিযুক্ত চীনের দূতাবাসের দুইজন ও মিয়ানমারের একজন কর্মকর্তা কক্সবাজারে এসেছেন। তারা তাদের মতো করে বিষয়টি পর্যবেক্ষণ করবেন। এছাড়া মিয়ানমার সীমান্তের ওপারে সে দেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল অবস্থান করবেন বলে শুনেছি।

বিডি প্রতিদিন/ফারজানা 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর