সরকারের নেওয়া নতুন উদ্যোগ কৃষকের অ্যাপস-এর মাধ্যমে ধান বিক্রির আবেদন করেছেন ৭৬ হাজার ৫৮৩ জন কৃষক। ধান কেনা-বেচা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে এবারের আমন মৌসুমে পাইলট প্রকল্পের আওতায় ১৬টি জেলার ১৬টি উপজেলায় কৃষক অ্যাপ চালু করেছে সরকার।
খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সুমন মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। তবে উল্লিখিতসংখ্যক কৃষক কী পরিমাণ ধান বিক্রির আবেদন করেছেন তা জানাতে পারেনি খাদ্য মন্ত্রণালয়।
তিনি জানান, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সঠিক দিক-নির্দেশনায় খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদপ্তর মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য ঠেকাতে আমন মৌসুমে ডিজিটাল পদ্ধতিতে ধান সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছিল। এখন পর্যায়ক্রমে সারা দেশে ডিজিটাল পদ্ধতিতে কৃষকের কাছ থেকে ধান কেনার প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন