সাহিত্য ও নজরুল অনুরাগীদেরকে শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বড় ছেলে কাজী সব্যসাচীর স্ত্রী উমা কাজী।
বুধবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর।
খিলখিল কাজী ও মিষ্টি কাজী নামে তিনি দুই কন্যাসন্তান রেখে গেছেন।
উমা কাজী দীর্ঘদিন যাবৎ নানা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
এর আগে ১৯৭৯ সালে কাজী সব্যসাচী মারা যান। এরপর থেকেই তার পরিবার স্থায়ীভাবে ঢাকার বনানীতে বসবাস শুরু করে।
বিডি প্রতিদিন/কালাম