রমজানের প্রথম দিন থেকে হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট ও বিদিশা ফাউন্ডেশনের উদ্যোগে যৌথভাবে প্রতিদিন সেহরিতে দুইশ ও ইফতারে দুইশ অসহায় ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বারিধারার প্রেসিডেন্ট পার্কে এ রান্নার ব্যবস্থা করা হয়।
রান্না করা খাবার এরশাদ ট্রাস্টের সদস্য কাজী মামুনুর রশীদ, বিদিশা ফাউন্ডেশনের চেয়ারম্যান বিদিশা সিদ্দিকসহ অনেকে সময়মত মিরপুর মাজার, হাইকোর্ট মাজার, গুলিস্তান, ঢাকা রেল স্টেশন, বিমানবন্দর রেল স্টেশন, সদরঘাটসহ রাজধানীর বিভিন্ন স্থানে নিজে ভাসমান ও অসহায় মানুষদের মাঝে খাবার বিরতণ করেন।
কাজী মামুনুর রশীদ বলেন, ট্রাস্ট থেকে এরিক এরশাদকে যে অর্থ দেওয়া হয় তা এবং আমাদের সহযোগিতায় দুস্থদের খাবার দেওয়া হচ্ছে। বিদিশা সিদ্দিক বলেন, দিনে যারা ঘুরাফেরা করেন তাদের অধিকাংশেরই নিজস্ব বাসা আছে। কিন্তু যারা ভাসমান আছেন সহায়-সম্বলহীন তাদের দেখার কেউ নাই। তাই চেষ্টা করি সমর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াবার। সমাজের বিত্তবানদেরও আহবান জানাব আপনারাও দুস্থদের সাহায্যার্থে এগিয়ে আসুন।
বিডি প্রতিদিন/আল আমীন