আওয়ামী লীগ নেতা এনু-রুপনের ব্যাংক একাউন্ট খোলার অনুমতি চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রিটটি উত্থাপন হয়নি মর্মে খারিজ করে দেন।
উল্লেখ্য, গেন্ডারিয়ার আওয়ামী লীগ নেতা এনামুল হক এনু এবং রুপন ভুঁইয়াকে গত বছর ঢাকায় ক্লাব ব্যবসার আড়ালে অবৈধ ক্যাসিনো পরিচালনার অভিযোগে গ্রেফতার করা হয়। গ্রেফতার অভিযানে এদের কাছ থেকে মোটা অঙ্কের নগদ টাকা, অবৈধ অস্ত্র, স্বর্ণ, মাদক জব্দ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিডি প্রতিদিন/ আবু জাফর