ইউএনও উপর হামলা এবং নিরাপত্তাহীনতার ঘটনা সামগ্রিকভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করে বলে এক বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, প্রহরীকে আটকে রেখে সরকারি বাসায় ঢুকে নারী ইউএনওকে কুপিয়ে জখম করার মতো ঘটনা অত্যন্ত উদ্বেগ জনক। বাংলাদেশ মহিলা পরিষদ এই ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে। সেই সাথে উপজেলার প্রধান সরকারী কর্মকর্তার নিরাপত্তাহীনতার এমন ঘটনা সামগ্রিকভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করে।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ মহিলা পরিষদ এই ঘটনার দ্রুত তদন্ত দাবি করছে এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে অনতিবিলম্বে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছে। এছাড়াও দেশের সকল পর্যায়ের পেশাজীবি নারীদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সাথে দেখার জোর দাবি জানানো হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল