১ অক্টোবর, ২০২০ ১৮:১৬

বিশেষ বিমানে ফিরলেন কম্বোডিয়ায় আটকেপড়া ৭৬ বাংলাদেশি

কূটনৈতিক প্রতিবেদক

বিশেষ বিমানে ফিরলেন কম্বোডিয়ায় আটকেপড়া ৭৬ বাংলাদেশি

কম্বোডিয়ায় আটকেপড়া ৭৬ বাংলাদেশি বিমানের বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন। একই ফ্লাইটে দেশে আনা হয়েছে এক বাংলাদেশি নাগরিকের লাশ। বুধবার সন্ধ্যায় ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল (রাঃ) বিমানবন্দরে এসে পৌঁছায়।  

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এই বাংলাদেশিরা কম্বোডিয়াতে প্রায় ৬ মাসের বেশি সময় ধরে আটকে পড়েছিলেন। কম্বোডিয়ার দায়িত্বে থাকা থাইল্যান্ডের বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল কাওনাইনের নেতৃত্বে আটকেপড়াদের দেশে ফেরার উদ্যোগে সহযোগিতা করেন কম্বোডিয়ায় অবস্থানরত বাংলাদেশ কমিউনিটির এমএইচ কবির, ইমাম হোসাইন, জেড এইচ রফিক, আবুল খায়ের মিয়া, খাইরুল হাফিজ এবং কম্বোডিয়ায় বিশ্ব ব্যাংকের স্বাস্থ্য বিভাগের প্রধান ড. জিয়াউদ্দিন হায়দার।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর