জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের (বিপিজেএ) নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
সোমবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কার্যালয়ে এ বিপিজেএ নেতৃবৃন্দের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে তারা গণমাধ্যম ও বিপিজেএ নির্বাচনসহ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।
স্পিকার নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, বিদায়ী কমিটি ও নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে একসাথে কাজ করতে হবে।
এ সময় ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।
এ সময় বিদায়ী কমিটির সভাপতি উত্তম চক্রবর্তী, সাধারণ সম্পাদক কামরান রেজা, নব-নির্বাচিত কমিটির সভাপতি হারুন আল রশীদ, সাধারণ সম্পাদক নাফিজা দৌলাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন