দিনাজপুর বোর্ডে এসএসসির চারটি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। গণিত, কৃষিবিজ্ঞান, পদার্থ বিজ্ঞান ও রসায়ন এই চারটি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। কুড়িগ্রামে এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় এসব পরীক্ষা স্থগিত করা হয়েছে বলো জানা গেছে।
আরও পড়ুন- কুড়িগ্রামে এসএসসির প্রশ্ন ফাঁসের অভিযোগে কেন্দ্র সচিবসহ আটক ৩
তবে বুধবার দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণবশত ওই চারটি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত বিষয়গুলোর পরীক্ষা যথাসময়ে জানানো হবে।
বোর্ডের চেয়ারম্যান কামরুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রশ্নপত্র প্রণয়নে ঝামেলা হওয়ায় এসব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল