বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) চেয়ারম্যান হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে চার বছরের জন্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
এর আগে অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালকের দায়িত্বে ছিলেন।
তিনি পদার্থবিজ্ঞানীদের সংগঠন বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে রয়েছেন। এছাড়া বাংলাদেশ অ্যাক্যাডেমি অফ সাইন্সেস এর ফেলো হিসেবেও রয়েছেন তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন