বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বিসিএস ক্যাডার এসোসিয়েশনের ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন নাজমুল ইসলাম সরকার (২৯তম ব্যাচ প্রশাসন) ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সোনিয়া আফরোজা (৩২তম ব্যাচ কৃষি)।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ সভাপতি- নিঝুম কাইয়ুম তালুকদার (৩০তম ব্যাচ কৃষি) ও সৌতম শীল রাজেশ (৩১তম ব্যাচ কৃষি), যুগ্ম-সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন আহমেদ সোহাগ (৩৪তম ব্যাচ কৃষি), সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম। (৩২তম ব্যাচ কৃষি), সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন (৩৫তম ব্যাচ কৃষি), কোষাধ্যক্ষ ওমর ফারুক (৩৬তম ব্যাচ কৃষি), দপ্তর সম্পাদক আসলাম হোসেন শেখ (৩৪তম ব্যাচ মৎস্য), প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন (৩৫তম ব্যাচ কৃষি), ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নূর নবী দেওয়ান (৩৫তম ব্যাচ কৃষি), কার্যনির্বাহী সদস্য মহিউদ্দিন (৩১তম ব্যাচ কৃষি) ও রাহাত হাসনাত (৩১তম ব্যাচ তথ্য)।
দেশকে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করবেন বলে জানিয়েছেন নবনির্বাচিত নেতারা।
বিডি প্রতিদিন/আরাফাত