বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর মধ্যে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে বিজিবি’র রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধীনস্থ সোনা মসজিদ বিওপির বিপরীতে বিএসএফ ৭০ ব্যাটালিয়নের আওতাধীন মাহাদিপুর বিএসএফ ক্যাম্পে এই সভা অনুষ্ঠিত হয়।
সমন্বয় সভায় বিজিবি সেক্টর সদর দপ্তর, রাজশাহী-এর সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার লতিফ খান, পিএসসি-এর নেতৃত্বে বিজিবি’র রংপুর রিজিয়নের পরিচালক (অপারেশন), রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি), নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি), চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এবং রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়কবৃন্দ সহ এফআইজি কমান্ডার, রংপুর; অতিরিক্ত পরিচালক (অপারেশন), রাজশাহী সেক্টর; উপ-অধিনায়ক, রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি); সহকারী পরিচালক, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি); ০২ জন কোম্পানি কমান্ডার এবং ০৪ জন অন্যান্য পদবীর সদস্য অংশগ্রহণ করেন।
অপরদিকে বিএসএফ মালদা সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী সুধির হুদা-এর নেতৃত্বে মালদা সেক্টরের ০৪ জন কমান্ড্যান্ট, বেরহামপুর সেক্টরের ০৩ জন কমান্ড্যান্ট, ০৬ জন স্টাফ অফিসার এবং ০১ জন কোম্পানি কমান্ডার অংশগ্রহণ করেন।
আজকের সমন্বয় সভায় দু’দেশের সীমান্তের বিভিন্ন সমস্যাদি নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়। বিশেষ করে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, নিয়মিত যোগাযোগ রক্ষা করা, সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা, অবৈধভাবে সীমান্ত পারাপার ও শূন্যরেখা অতিক্রম এবং সর্বোপরি ভারত হতে অবৈধভাবে মদ, গাঁজা ও বিভিন্ন নেশাজাতীয় ট্যাবলেট বাংলাদেশে প্রবেশ বন্ধ করার ব্যাপারে বিএসএফকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোরালো আহ্বান করা হয়।
এ ছাড়া ভারত-বাংলাদেশ সীমান্তের অমীমাংসিত বিষয়সমূহ দ্রুত সমাধান করা এবং উভয় দেশের সীমান্তে বসবাসকারী জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়েও আলোচনা করা হয়। সভায় সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা এবং সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উভয় প্রতিনিধিদলের প্রধান একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উভয়পক্ষই বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত চুক্তি-১৯৭৫ এবং সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা (CBMP) আলোকে আলাপ-আলোচনার মাধ্যমে উদ্ভূত যেকোনো সমস্যা দ্রুততম সময়ের মধ্যে যথাযথ কর্তৃপক্ষ পর্যায়ে যোগাযোগ/পতাকা বৈঠকের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানে একমত হন। উভয়পক্ষের জন্য গুরুত্বপূর্ণ সমন্বয় সভাটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সমাপ্ত হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর