আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে এক দফা আন্দোলনের লিফলেট দিয়েছে বিএনপি।
শুক্রবার (২১ জুলাই) জুমার নামাজের পর রাজধানীর সার্কিট হাউজ এলাকায় টিপটপ মসজিদের সামনে কৃষিমন্ত্রীকে লিফলেট দেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সরকারের পদত্যাগের ‘এক দফা’ লিফলেট বিতরণ কর্মসূচি ছিল আজ। দলের নেতারা সারাদেশে লিফলেট বিতরণ করেছেন। কৃষিমন্ত্রীকে লিফলেট দেওয়ার সময় তিনি হাসিমুখে তা গ্রহণ করেন বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ