জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে গত মঙ্গলবার থেকে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা লাগাতার আন্দোলন করেন। ২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষে বুধবার থেকে লাগাতার কর্মবিরতি চলছিল।একইদিনে চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের দাবিতে সচিবালয় ঘেরাও করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। পরে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার সঙ্গে ছাত্রদের একাংশ বৈঠক করে।
এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবসায়ী ও কর্মকর্তা-কর্মচারীদের ভীতি প্রদর্শন, নিয়োগে অনিয়ম, বদলি-পদায়ন ও পদোন্নতি বাণিজ্য, অবসরকালীন সুবিধা বঞ্চিত করা, পাচার ও লুণ্ঠনে সহায়তাসহ নানা অনিয়মের অভিযোগ ছিল।
বিডি প্রতিদিন/একেএ