চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছেন সহকারী পুলিশ সুপার (এএসপি) জন রানা। গত ২ আগস্ট তিনি স্বেচ্ছায় অব্যাহতি নিয়ে পুলিশ সদর দপ্তরে চিঠি দেন। জন রানার আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে।
গত ৪ নভেম্বর জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব আবু সাঈদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
দীর্ঘদিন ধরে পারিবারিক প্রয়োজনে তিনি চাকরি থেকে ইস্তফার কথা ভাবছিলেন। তবে এই কর্মকর্তাকে পলাতক দেখিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।
জানা গেছে, রাজশাহীর ছেলে জন রানা ২০১৮ সালে পুলিশ বাহিনীতে চাকরি শুরু করেন। তিনি বিসিএস পুলিশ ক্যাডারের ৩৬তম ব্যাচের কর্মকর্তা। সর্বশেষ তিনি সিরাজগঞ্জের বেলকুচি সার্কেলে এএসপি হিসেবে কর্মরত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত