মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

রুশ বিমান বিধ্বস্তে নাশকতার গন্ধ

প্রতিদিন ডেস্ক

বিমানের ভিতরের কোনো যান্ত্রিক ত্রুটি নয়, বাইরের কোনো কারণেই মিশরের সিনাইয়ে শনিবার বিধ্বস্ত হয়েছে রুশ বিমান। গতকাল বিমান পরিচালনাকারী সংস্থার পক্ষ থেকে এই দাবি করা হয়েছে। রুশ বিমানসংস্থা কোগালিমাভিয়ার উপ পরিচালক আলেকজান্ডার সিমিরসভ বলেন,  এয়ারবাস এ-৩২১ বিমানটি একটি আধুনিক বিমান। এর কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না। পাইলটরা বিচক্ষণ। বাইরের কোনো প্রভাব ছাড়া মাঝ আকাশে এটি ভেঙে পড়তে পারে না বলে তিনি দাবি করেন। তবে রুশ-সরকারের এক উচ্চপদস্থ কর্তা বলেছেন, এখনই মন্তব্য করা যাবে না। তবে সন্ত্রাসের আশঙ্কাকেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তদন্তে আসল কারণ জানা যাবে। উল্লেখ্য বিমানটির ব্লাক বক্স উদ্ধার হলেও এখনো এর ডাটা পুরো বিশ্লেষণ করা সম্ভব হয়নি। বিমানটি ধ্বংস হওয়ার পরে সিনাইয়ে সক্রিয় ইসলামিক  স্টেট (আইএস)-এর জঙ্গিরা বিমানটি ধ্বংস করেছে বলে দাবি করেছিল। যদিও মিশরীয় কর্তৃপক্ষ এই দাবি নাকচ করে দিয়েছে। শনিবার ২২৪ জন আরোহী নিয়ে মিশরের সৈকত শহর শারম-আল-শেখ থেকে রাশিয়ার  সেন্ট পিটার্সবার্গ-এ যাওয়ার সময়ে বিধ্বস্ত হয় রুশ বিমানসংস্থা  কোগালিমাভিয়া (মেট্রোজেট)-এর এয়ারবাস এ-৩২১ বিমানটি। সাত জন বিমানকর্মীসহ মোট ২২৪ জনের মৃত্যু হয়। এরমধ্যে ১৪০ জনের মরদেহ ইতিমধ্যে রাশিয়ায় পাঠানো হয়েছে। বিবিসি।

সর্বশেষ খবর