সোমবার, ৩ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ডিসিদের সামলান : সংসদে দাবি

নিজস্ব প্রতিবেদক

পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জেলা প্রশাসকদের (ডিসি) সামলানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন এমপিরা। জাসদ একাংশের কার্যকরী সভাপতি মইন উদ্দীন খান বাদল এবং বিএনএফ চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের এমপি এসএম আবুল কালাম আজাদ ডিসিদের কারও কারও ব্যাপকহারে সংবর্ধনা গ্রহণ এবং কোনো কোনো ক্ষেত্রে রাজকীয় কায়দায় সংবর্ধনা গ্রহণের বিষয়ে তারা সংসদে প্রশ্ন তোলেন। সংসদের দ্বাদশ অধিবেশনে গতকালের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তারা এ প্রশ্ন তোলেন। বিষয়টির অবতারণা করে মইন উদ্দীন খান বাদল বলেন, রাষ্ট্রাচারের কতগুলো সুনির্দিষ্ট নিয়ম আছে। ইদানীং অনেক জেলায় ডিসি সাহেবদের সংবর্ধনা গ্রহণের প্রবণতা দেখা দিয়েছে। কেউ কেউ ১১৭টি পর্যন্ত সংবর্ধনা নিয়েছেন। এটা তাদের সংবর্ধনা বাতিক। রাজনীতিবিদ হওয়ার এই প্রবণতা দৃষ্টিকটূ। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ও সংশ্লিষ্ট মন্ত্রী এ ব্যাপারে এখনই পদক্ষেপ নিয়ে তাদের দমন না করলে বিষয়টি মহীরূহের মতো ছড়িয়ে পড়বে। এরপর আবুল কালাম আজাদ পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে বলেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক বিষয়টি সাংঘর্ষিক। ব্যুরোক্রেসির বিধান মেনে চলা উচিত।

সর্বশেষ খবর