শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
সুপ্রিমকোর্ট চত্বরে ‘মূর্তি’

অপসারণের আবেদন ওলামা লীগের

নিজস্ব প্রতিবেদক

সুপ্রিম কোর্ট চত্বর ও জাতীয় ঈদগাহ ময়দান সংলগ্ন এলাকা থেকে ‘গ্রিক দেবীর মূর্তি’ অপসারণের আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবর গতকাল এই আবেদন করেন আওয়ামী ওলামা লীগের সাধারণ সম্পাদক কাজী মাওলানা মোহাম্মদ আবুল হাসান শেখ শরিয়তপুরী এবং মুহম্মদ আরিফুর রহমান। এ বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপিত ভাস্কর্যের অপসারণ চেয়ে একটি আবেদন করা হয়েছে। এ বিষয়ে প্রধান বিচারপতিকে অবহিত করা হবে। 

আবেদনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টে সম্প্র্রতি ন্যায়বিচারের প্রতীক হিসেবে গ্রিক দেবীর মূর্তি স্থাপনে বাংলাদেশের আপামর জনগণ বিস্মিত হয়েছে। এই মূর্তি স্থাপন সংবিধানের ১২ ও ২৩ অনুচ্ছেদের পরিপন্থি। আবেদনে উল্লেখ করা হয়, ১৯৪৮ সালে এই কোর্ট স্থাপিত হয়। ন্যায়বিচারের প্রতীক হিসেবে ছিল ‘দাঁড়িপাল্লা’। ৬৮ বছর পর হঠাৎ করে ন্যায়বিচারের প্রতীক হিসেবে দাঁড়িপাল্লার জায়গায় গ্রিক দেবীর মূর্তি স্থাপন করে কী ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাওয়া হচ্ছে, সেটা জনগণের কাছে বোধগম্য নয়। তাহলে কী ৬৮ বছর সুপ্রিম কোর্টে ন্যায়বিচার হয়নি? এসব দিক বিবেচনায় ‘মূর্তি’ অপসারণে আহ্বান জানিয়ে বলা হয়, সুপ্রিম কোর্টের পাশে জাতীয় ঈদগাহ ময়দান। সালাতে সালাম ফেরানোর সময় চোখে পড়ে গ্রিক দেবীর মূর্তি। অবিলম্বে সুপ্রিম কোর্ট চত্বর থেকে মূর্তি অপসারণ করা হোক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর